ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, মে ১০, ২০২১
নগর বার্তা ডেস্কঃচাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল ইসলাম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শরিফুল ইসলাম (৫০) শিবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ কারাগার জেলার ইসমাইল হোসেন জানান, গত ৭ মে শিবগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছিল। সোমবার (১০ মে) বিকালে সে বুকে ব্যথা অনুভব করলে তাকে সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাজতি শরিফুল ইসলাম মারা যান। আইনি প্রক্রিয়া শেষে শরিফুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম