ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৫
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির পানছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা কৃষকদলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের উপজাতীয় বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা কৃষকদলের সভাপতি পারদর্শী বড়ুয়া।,
সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের উপজাতীয় বিষয়ক সহ-সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক নীলপদ চাকমা, পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জেলা কৃষকদলের সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আ. মান্নান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মো. হান্নান সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আক্কাস আলী।,
বক্তারা বলেন, আওয়ামী “ফ্যাসিবাদী সরকারকে” ক্ষমতা থেকে সরাতে কৃষকদলসহ বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে। তারা আরও বলেন, জননেতা ওয়াদুদ ভূইয়া পাহাড়ের রত্ন—তাকে নেতৃত্বে এনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে।,
‘এ সময় বক্তারা ধর্মের নামে রাজনীতি ও ধর্ম ব্যবসার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং ভোটের মাধ্যমে তাদের প্রতিহত করার আহ্বান জানান। একই সঙ্গে যারা সত্যকে সত্য বলতে ভয় পান, তাদের প্রতিও সতর্ক থাকার পরামর্শ দেন।,
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম