ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
নগর বার্তা ডেস্কঃনারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হাজিরটেক গ্রামে বুধবার বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মারা গেছেন। নিহতরা হলেন- কাজম আলী ও তার স্ত্রী জমেলা বেগমপ্রত্যক্ষদর্শীরা জানান, নতুন ঘরের ফ্লোরে পানি দিতে বৈদ্যুতিক মোটর চালাতে গিয়ে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে আশেপাশের লোকজন এসে বিদ্যুতের সুইচ বন্ধ করে তাদেরকে উদ্ধার করেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম