ঢাকা ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২
এম বাংলাঃচট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখান এলাকায় স্বামীর সঙ্গে অভিমানে গায়ত্রী চৌধুরী নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।সোমবার দুপুরে সিপিডিএল ম্যাজেস্টা ভবনের সপ্তম তলায় এ ঘটনা ঘটে। গায়ত্রী চৌধুরী জামালখান এলাকার রিটন চৌধুরীর স্ত্রী।পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, স্বামীর সঙ্গে ঝগড়ার পর ফাঁস দেন গায়ত্রী চৌধুরী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ মর্গে পাঠানো হয়।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম