ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
এম বাংলা ডেস্কঃগাজীপুরের টঙ্গীতে দোকান থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (২১) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে টঙ্গীর দক্ষিণ আরিচপুর গরুহাটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ‘;পুলিশ বৃহস্পতিবার বিকালে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।’;
গ্রেফতাররা হলো -মাদারীপুর জেলার ঘটকচর গ্রামের মৃত আব্দুল খালেক ঢালীর ছেলে সোহাগ (২৩) ও ধর্ষণে সহযোগিতার দায়ে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সেনবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে মামুন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে আরিচপুর গরুহাটা এলাকার একটি পিঠার দোকানে পিঠা কিনতে যান ওই তরুণী।’; এ সময় সোহাগ তাকে ডেকে ওই এলাকার আরিফ ওরফে কাচ্চু মিয়ার বাড়ির একটি কক্ষে নিয়ে যান। এ সময় মামুন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে চলে যায়।;” পরে সোহাগ রাতভর ধর্ষণ শেষে পরদিন বেলা ১১টার দিকে দরজা খুলে দিলে ওই তরুণী তার বাসায় চলে যায়।”টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, নির্যাতিতা তরুণী মামলা করলে আমরা অভিযুক্তদের গ্রেফতার করি।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————