ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২
এম বাংলা ডেস্কঃপুজোর আলোকসজ্জার কাজ করার সময় লেগুনার ধাক্কায় এক ডেকোরেটর শ্রমিক নিহত হয়েছেন। রাজধানীর শ্যামপুরে লালমোহন পোদ্দার লেন রাস্তায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঢাকার ফরিদাবাদ লেনে থাকতেন তিনি। নিহত শাহীনের দুই সন্তান রয়েছে।’জানা গেছে, পুজোর আলোকসজ্জার কাজ করার সময় লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন শাহিন। ‘আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসা হলে রাত ১০টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ‘নিহত শাহিনের সহকর্মী আনোয়ার হোসেন জানান, শ্যামপুরে পুজোর মন্ডপের আশেপাশে রাস্তায় ভ্যানের উপর মই দিয়ে আলোকবাতি লাগানোর সময় একটি লেগুনা গিয়ে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ‘এতে শাহিন মই নিয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির নায়েক ফেরদৌস আলম। তিনি বলেন, ‘বিষয়টি শ্যামপুর থানাকে অবহিত করা হয়েছে। ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছেনিহতের নাম মো. শাহিন (৪০)। ‘তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামের নুরনবীর ছেলে।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————