ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৫, ২০২১
নগর বার্তা প্রতিবেদকঃহেফাজত ইসলামের নেতাদের কাউকে হয়রানির জন্য নয় যারা তাণ্ডবে সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানী ঢাকা উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাণ্ডবে ঘঠনা তদন্তের মাধ্যমে আমরা সঠিক প্রমাণ পেয়ে এবং ভিডিও ফুটেজে আমরা যেসকল অপরাধীদেরকে দেখেছি, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। এ ঘঠনায় কোনো গণগ্রেপ্তার করছি না বা কাউকে হয়রানি করার জন্যও গ্রেপ্তার করা হচ্ছে না।এসময় তিনি আরো বলেন যারা অগ্নিসংযোগ ,ভাঙচুর, করেছে তাদেরকে মূলত আমরা আইনের মুখোমুখি করেছি।হেফাজতের তাণ্ডবে নিরীহ কতগুলো প্রাণ চলে গেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে।অন্যদিকে মন্ত্রী বলেন, হেফাজত ইসলাম একটি অরাজৈনতিক সংঘঠন গ্রুপ। হঠাৎ করে তাদের রাজনৈতিক কর্মসূচি সন্দেহের কারণ হয়ে উঠেছে সব মহলে। তারা যে সহিংসতা করেছে তাদের শাস্তি ভোগ করতেই হবে।যারা থানা, ভবন, এসিল্যান্ড অফিস, ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি জাদুঘর পুড়িয়ে দিয়েছে তাদের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সঙ্গে সঙ্গে এসব তাণ্ডবের জড়িত মদদদাতাদের গ্রেফতারের আওতায় আনা হবে।
রুহি/৩
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————