ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
নগর বার্তা ডেস্কঃহবিগঞ্জের চুনারুঘাট থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।মঙ্গলবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া) ওবাইন।র্যাব জানায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লে. কর্ণেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে চুনারুঘাট থানার শ্রীকুটা এলাকা থেকে মো. আব্দুল আলি (৫০) নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক হওয়া ওই ব্যক্তি চুনারুঘাট থানার চন্দনা এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম