ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
নগর বার্তা ডেস্কঃবগুড়ার ধুনট উপজেলায় জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে আওয়ামী লীগ ও বিএনপি নেতার মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ২৩ জন আহত হয়েছে। উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন- উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিজুলী গ্রামের ফজলুল হক (৫৭), বেলাল হোসেন (৩৫), জিয়াউল হক (২৫), সোহরাব আলী (৫০), জুয়েল রানা (৩০), আমিনা খাতুন (৩২), মাজেদা খাতুন (৩০), নাজমুন নাহার (৪০), রোজিনা খাতুন (৩১), বেগম খাতুন (২৪), নুরজাহান খাতুন (৬৫), জমিলা খাতুন (২০), ইউনিয়ন বিএনপির সদস্য সোনাউল্লাহ সেখ (৬৫), নুর মোহাম্মাদ সেখ (৫৫), রায়হান আলী (৩০), রাশেদুল ইসলাম (৩৫), আবুল কাসেম (৬৫), আবু সিদ্দীক (৪৫), এমরুল সেখ (৩৫), মোজাহার আলী (৭০), রেজাউল ইসলাম (৪০), স্বপন সেখ (২৮) ও রানা (৩২)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিজুলী গ্রামের ফজলুল হকের সঙ্গে ইউনিয়ন বিএনপির সদস্য একই গ্রামের সোনাউল্লাহ সেখের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পূর্ববিরোধের জের ধরে সোমবার সন্ধ্যার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৩ জন আহত হয়েছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেরপুর ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বিএনপি নেতা সোনাউল্লাহ সেখ বাদী হয়ে সোমবার রাতে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় আওয়ামী লীগ ফজলুল হকসহ ১০ জনকে আসামি করা হয়েছে। তবে আওয়ামী লীগ নেতা ফজলুল হকের পক্ষে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, জমিজমা নিয়ে পূর্ববিরোধের জের ধরে সহিংস ঘটনায় উভয় পক্ষের ২৩ জন আহত হয়েছে। এ ঘটনায় একপক্ষের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে অপর পক্ষের অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————