ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, মে ৪, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল থানা পুলিশ এক গোপন বৈঠক থেকে জামাত শিবিরের আট সদস্যকে গ্রেপ্তার করেছে। পৌর এলাকার ঝিকিড়া মহল্লার একটি বাসভবন থেকে সোমবার সন্ধ্যায় এদেরকে গ্রেপ্তার করে। এদের মধ্যে এক দম্পতিও রয়েছে।পুলিশ জানায়, উল্লাপাড়া উপজেলা জামাতের প্রতিটি ইউনিয়নে নতুন কমিটি গঠনের লক্ষ্যে উল্লাপাড়া পৌর শহরের একটি বাসায় গোপন বৈঠক করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এদেরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হলেন- ঝিকিড়া মহল্লার আবুল হোসেনের ছেলে জামাত নেতা সাইফুল ইসলাম (৪৫), উল্লাপাড়া পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে শায়েখ মাহমুদ (২৭), রামকান্তপুরের আব্দুল গফুরের ছেলে হাফিজুল ইসলাম (৩০), বেতকান্দি গ্রামের মাজেম আলী ফকিরের ছেলে শাহিন দুলাল (৪৬), কয়ড়া কৃষ্টপুরের গাজীউল রহমানের ছেলে রায়হান আলী (৪২), পুস্তিগাছার আবু তাহেরর ছেলে আফছার আলী (৪৭), শাহজাদপুর উপজেলার হলদিঘর গ্রামের রইচউদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৩৭) ও ঝিকিড়া মহল্লার সাইফুল ইসলামের স্ত্রী এলিজা পারভীন (৩০)।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস পি পি এম জানান, সোমবার সন্ধ্যায় ঝিকিড়া মহল্লার এলিজা পারভীনের নিজ বাসভবনে গোপন বৈঠকে জমায়েত হয়েছিল। গ্রেপ্তারকৃতরা জামাত শিবিরের বিভিন্ন পদে রয়েছেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————