ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মে ৬, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিলেটে হেফাজতে ইসলাম নেতা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী (৬৭)কে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাত ১২টার দিকে সিলেট নগরীর নুরানী -৫১/১৩, বনকলাপাড়া এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার একটি টিম তাকে গ্রেপ্তার করে।বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির বিমানবন্দর থানার ওসি ময়নূল জাকির। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তিনি জানাতে পারেন নি।তবে পুলিশের একটি বিশেষ সূত্র জানিয়েছে- সাম্প্রতিক দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতের তাণ্ডবের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।মাওলানা শাহিনুর পাশা চৌধুরী জমিয়তের উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামে।প্রসঙ্গত, ২০০৫ সালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর ওই বছরের ২০ জুলাই সুনামগঞ্জ-৩ আসনে উপনির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো ১৪ মাসের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা শাহিনুর পাশা চৌধুরী। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী এম এ মান্নানের সঙ্গে পরাজিত হন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————