ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, মে ১০, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিলেট নগরীর আখালিয়াস্থ সুরমা আবাসিক এলাকায় তাসলিমা চৌধুরী লিমা (২০) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আখালিয়ার সুরমা আবাসিক এলাকার রেনেসা-২ নম্বর বাসায় আব্দুল আহাদ চৌধুরীর মেয়ে।সোমবার (১০ মে) রাত ৭টার দিকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।পরে কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিমার মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেন।জানা যায়, প্রেম সংক্রান্ত বিষয়ের জেরে আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। সোমবার ইফতারের পর লিমা নিজ শয়ন কক্ষের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) সামসুদ্দিন ছালেহ আহমদ চৌধুরী বলেন, আমরা ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তরুণীর লাশ উদ্ধার করি। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম