ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, মে ১০, ২০২১
নগর বার্তা ডেস্কঃপিএইচপি কুরআনের আলাে প্রতিভার সন্ধানে হিফজুল কুরআন প্রতিযােগীতা ২০২১ এ প্রথম স্থান অর্জন করেছে হবিগঞ্জের লাখাইয়ের সন্তান হাফেজ মােহাম্মদ বশির আহমেদ।এক্সপ্রথম স্থান অর্জনকারী হিসেবে সে ৪ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে।সােমবার (১০ মে) এনটিভিতে প্রচারিত পিএইচপি কোরআনের আলাে প্রতিযােগিতায় তাদের হাতে পুরস্কার তুলে দেন বিচারকরা। প্রতিযােগিতায় ২ য় স্থান অধিকার করছে নেত্রকোনা জেলার ক্ষুদে হাফেজ মােঃ লাবিব আল হাসান। ৩ য় স্থান অধিকার করেছে কিশােরগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাে. মাহমুদুল হাসান আশরাফী।ক্ষুদে হাফেজ বশিরের এই কৃতিত্বে আনন্দিত লাখাইসহ হবিগঞ্জের মানুষ।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম