ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, মে ২১, ২০২১
নগর বার্তা ডেস্কঃরোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের এই সিরিজে বাংলাদেশ পাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানকে। দলের নেতৃত্ব থাকছেন তামিম ইকবাল। সিরিজ শুরুর আগে নিজের ব্যাটিং ধরন নিয়ে কথা শুনতে শুনতে বিরক্ত তামিম। তাই ব্যাটিংয়ের ধরন নিয়ে আর প্রশ্ন শুনতে চান না তিনি।ক্যারিয়ারের শুরুর দিকে মারকুটে ব্যাটসম্যান হিসেবে প্রশংসা কুড়িয়ে নেওয়া তামিম সময়ের সাথে সাথে কিছুটা শ্লথ হয়েছেন। এখন তার স্ট্রাইক রেট নিয়েও অনেক কথা উঠে। বিগত বছরগুলোতে স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন শুনতে হয়েছে তামিমকে।আজ দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আমি অনেকবার কথা বলেছি। এই বিষয়ে আর কিছু বলার নেই। আমার অনুরোধ, এটা নিয়ে আর কেউ প্রশ্ন করবেন না।’আসন্ন সিরিজের উইকেট সম্পর্কে টাইগার দলপতি বলেন, ‘উইকেট নিয়ে আমরা টিম ম্যানেজমেন্ট থেকে পরিস্কার বার্তা দিয়ে দিয়েছি। যারা উইকেটের দায়িত্বে আছেন তাদেরকেও খুব স্পষ্টভাবে বলে দিয়েছি কী ধরনের উইকেট চাই। আশা করি আমরা সেরকম উইকেটই পাব।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম