ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ২৫, ২০২১
নগর বার্তা ডেস্কঃ সারাদেশে করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের দেয়া বিধিনিষেধ চলাকালে স্বাস্থ্যবিধি না মেনে বিয়ের আয়োজন করায় সিলেট নগরের দুটি হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (২৫ জুন) দুপুরে নগরের তালতলা এলাকার হোটেল হিলটাউনকে একলাখ টাকা ও মিরবক্সটুলা এলাকার রেইনবো গেস্ট হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া বিয়ের আয়োজনের সাথে জড়িত থাকায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।এসময় তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে বিধিনিষেধ জারি রয়েছে। এই সময়ে সভা-সমাবেশসহ যেকোন ধরণের জনসমাগম না করার নির্দেশনা রয়েছে। অথচ হোটেল হিলটাউন ও রেইনবোতে বহু লোক জমায়েত করে বিয়ের আয়োজন করা হয়েছিলো। যেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিলো না। তাই এসব জরিমানা করা হয়েছে।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম