ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২১
নগর বার্তা ডেস্কঃসিমান্তবর্তী সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের পূর্ণাছগাম গ্রামে এই ঘটনা ঘটে।মৃতরা হলেন অনন্ত বিশ্বাসের ছেলে প্রাণেশ বিশ্বাস (২৬) ও সতি বিশ্বাসের ছেলে দিগেস বিশ্বাস (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত প্রাণেশ ও দিগেস সকালে দক্ষিণ রণিখাই ইউনিয়নের ফুতাধরি হাওরে মাছ ধরতে যান।এ সময় ঝড়ের সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম