ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর হাওলাদারপাড়ায় নিখোঁজের ২ দিন পর ওই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাত্র ৩ বছর বয়সী শিশু রাহুল দাসের লাশ বাড়ির পাশে বাঁশঝাড় থেকে উদ্ধার করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) সকালে বাড়ির পাশের রাহুলের বাঁশঝাড়ে লাশ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাহুলের লাশ উদ্ধার করে।
জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খানএ তথ্য নিশ্চিত করে বলেন, এসময় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে।
স্বজনরা জানান, গেল শনিবার (১৬ এপ্রিল) দুপুর থেকে স্বজনরা তাকে খোঁজে পাননি। ওই দিনই রাহুলের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেন তার বাবা রুবেল দাস। পেশায় রাজমিস্ত্রী রুবেল দাস সিলেট নগরীর আখালিয়া হাওলাদারপাড়া কালিবাড়ী বাবুল দাসের কলোনিতে ভাড়াটিয়া।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম