ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২
গোলাপগঞ্জ সংবাদদাতা: গোলাপগঞ্জে এক অপ্রাপ্তবয়স্ক কিশোরেকে অপহরণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার দিনাজপুর থেকে তাকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর নাম আসামী হাসান আলী(২০)। সে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার বড়তি বাজারের কৃষ্ণপুর লাটের হাট গ্রামের হজরত আলীর পুত্র।
জানা যায়, রং নাম্বারে মোবাইলে ভিকটিম কিশোরী ও হাসান আলীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে বাড়ী থেকে নিয়ে যায় অভিযুক্ত হাসান। এ ঘটনায় গত ১৭ এপ্রিল অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে অপহরণের দায়ে গোলাপগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোলাপগঞ্জ মডেল থানার একটি মামলা (মামলা নং-১৫/১৮/০৪/২০২২ইং) দায়ের করা হয়।
অভিযোগের প্রেক্ষিতে উন্নত প্রযুক্তির সহযোগিতায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে দিনাজপুর জেলায় অভিযান পরিচালনা করে আসামী হাসান আলীকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক ফয়জুল করিম। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে (রোববার) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————