ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের গোলাপগঞ্জের কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে নতুন করে গ্যাসের সন্ধান মিলেছে। এই ক্ষেত্রের ৭ নম্বর কূপটিতে নতুন করে গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স।
গত দুই দিন ধরে কৈলাশটিলার ওই কূপে পরীক্ষামূলক উৎপাদন হচ্ছে বলে জানিয়েছে বাপেক্স কর্তৃপক্ষ। যা থেকে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে তারা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কূপটির পরীক্ষামূলক উৎপাদনকালে ২৭০০ পিএসআই (প্রতি বর্গ ইঞ্চি) পাওয়া গেছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, কূপটিতে আগের পাইপলাইনসহ সব অবকাঠামানো এখনও আছে। তাই শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে যাওয়া যাবে।
এর আগে ২০১৭ সালে কৈলাশটিলার ওই ৭ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর আগে এই কূপের ৩০১৫ মিটার গভীর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।
উল্লেখ্য, ১৯৬২ সালে কৈলাশটিলা গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়া যায়। তবে এখানে উৎপাদন শুরু হয় ১৯৮৩ সাল থেকে। গ্যাসক্ষেত্রটিতে মোট ৭টি কূপ আছে। এখন মাত্র ২টি কূপ দিয়ে ২৯ মিলিয়ন ঘনফুট উত্তোলন হচ্ছে।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————