ঢাকা ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সবার নজর কাড়ছে পৌর শহরের সড়কে নির্মিত ‘প্রবাসী চত্বর’। প্রবাসীদের সম্মানে দেশে এই প্রথম গোলচত্বর এটি। এছাড়াও অনেক প্রবাসীদের ফেসবুকে প্রশংসায় বাসছেন পরিকল্পনাকারীও।
ওই চত্বরে রয়েছে বিশ্বের ১৪টি দেশের মুদ্রাক্ষরের চিহ্ন। চত্বরটি বিশ্বনাথ রামপাশা রোডের পৌর শহরের নতুনবাজারস্থ উপজেলা পরিষদের প্রবেশ মুখের পয়েন্টে নির্মাণ করা হয়েছে।
গত ২০২১ সালের মে মাসে চত্বরের নামকরণ ও বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রাক্ষরের চিহ্নের ডিজাইন করেন সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস। তিনি বর্তমানে মালয়েশিয়ার দূতাবাসে দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত রয়েছেন।
চত্বরটির কাজ শুরু করে প্রায় শেষের দিকে নিয়ে যাওয়ার সময় তিনি বদলি হয়ে যান। বুধবার দুপুরে ওই চত্বরের উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি ও গণফোরাম নেতা মোকাব্বির খান।
মালয়েশিয়ায় কর্মরত সুমন চন্দ্র দাস ম্যাসেঞ্জারে জানান, স্থানীয় এমপির টিআরের (বিশেষ) বরাদ্দ থেকে এটি করা হয়েছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এভাবে বিশ্বনাথে উল্লেখযোগ্য অনেক কাজের উদ্যোগ নিয়েছিলেন কিন্তু এসব কাজের খোঁজ নিলে হতাশ হন।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————