ঢাকা ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, মে ১, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সাবেক সফল অর্থমন্ত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক, বৃহত্তর সিলেটের উন্নয়নের রূপকার, ভাষা সৈনিক আবুল মাল আবদুল মুহিতের জানাজায় মানুষের ঢল নেমেছে।
আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা থেকে আগে আগে আলিয়া মাদ্রাসা মাঠে গিয়ে জড়ো হন মানুষ। ঠিক দুই টা বেজে ১৮ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়।
আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ বিভিন্ন সামাজিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ মিনারে মুহিতের মরদেহে শ্রদ্ধা জানান একে একে প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য: আবুল মাল আবদুল মুহিত ২৯ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন থেকে ক্যান্সার ও ডায়বেটিস রোগে আক্রান্ত ছিলেন।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————