ঢাকা ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, মে ৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে নিখোঁজ মাদরাসা সুপার মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান (৩১)এর খোঁজ মিলেছে। শনিবার দুপুরে সিলেট নগরীর সোবহানীঘাট মসজিদে অচেতন অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছেন তার বড় ভাই মো.মুহিবুর রহমান।
তিনি বলেন, সোবহানীঘাট মসজিদে অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা তাকে নিয়ে এখন বাড়িতে যাচ্ছি।
মোহাম্মদ আজিজুর রহমান উপজেলার অলংকারি ইউনিয়নের রামধানা গ্রামের মো.আবুল হোসেনের ছেলে ও স্থানীয় অলংকারি-পৌদনাপুর হাফিজিয়া দাখিল (মাধ্যমিক) মাদরাসার সুপার (প্রধান শিক্ষক)।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ স্টেশনের ওসি (তদন্ত) মো.জাহিদুল ইসলাম জানান, সিলেটে মাদরাসায় পাওয়া গেছে। আমরা তাকে নিয়ে আসছি। পরে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য-গতকাল ৬ মে শুক্রবার রাত ৮টায় বাড়ি থেকে তার নানা বাড়ির উদ্দেশ্যে বেরুনোর পর আর সন্ধান মিলেনি।
সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি শেষে ওইদিন মধ্যরাতে তার বড় ভাই মো.মুহিবুর রহমান বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে উল্লেখ করা হয়, শুক্রবার রাত ৮টায় বাড়ি থেকে বের হন তিনি। পরে মধ্যরাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তার ব্যবহৃত সেলফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। একপর্যায়ে সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার আর সন্ধান পাননি তারা।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————