ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মে ৭, ২০২২
ছাতক সংবাদদাতা: যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে চমক দেখিয়েছেন ছাতকের ছেলে আহমদ মোন্তাকিম মাহবুব ও ছাতকের মেয়ে মিসেস লুৎফা রহমান। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তারা নিজ-নিজ এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
দু’জনই লেবার পার্টির হয়ে নির্বাচন করে বিজয়ী হয়ে ছাতক তথা সিলেটবাসীর জন্য সুনাম কুড়িয়ে এনেছেন। হ্যারিংগে হোয়াইট হার্ট লেইন এলাকা থেকে আহমদ মোন্তাকিম মাহবুব কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তিনি শহরের আজাদ ক্লিনিকের স্বত্তাধিকারী ডাক্তার গোলাম মন্তকার নাতি,ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার গোলাম জিলানী মাহবুবের পুত্র।
ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা রাজনীতিবিদ গোলাম রসুল মাহফুজ শিপলু ও গোলাম আম্বিয়া মাজকুর পাবেলের ভাতিজা। আহমদ মোন্তাকিম মাহবুব যুক্তরাজ্যের কুইন্স ম্যারী বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। মিসেস লুৎফা রহমান রেড় ব্রিজ হেনল্ট এলাকা থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
গ্রীনীচ ইউনিভার্সিটি থেকে গ্রেজুয়েশন করা মিসেস লুৎফা রহমান গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের বুড়াইরগাও গ্রামের ইংল্যান্ড প্রবাসী হাজী কলমদর আলীর কন্যা ও উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের বাসিন্দা ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাই মিজানুর রহমান হিরুর সহধর্মিণী।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————