ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ৮, ২০২২
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে যেই নৌকার প্রার্থী হোননা কেন তাকে বিজয় করতে আঞ্চলিকতা ভুলে দলের স্বার্থে কাজ করতে। আজ রবিবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের আয়োজনে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে হিসেবে তিনি এসব কথা বলেন।
বর্ধিত সভায় বিয়ানীবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী আব্দুল বাছিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এবাদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল হাসিব মনিয়া, আব্দুল বারী ও মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহমদ হোসেন বাবুল, ছালেহ আহমদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ দিপু, আবুল কাশেম পল্লব ও আব্দুস শুকুর, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, জামাল হোসেন ও মাসুদ হোসেন খান।
এ সময় তিনি আরো বলেন, আঞ্চলিকতাকে আমাদের ভুলে যেতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে উপজেলা পৌর সহ ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদককে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে। নৌকার পরাজয় আমাদের জন্য কষ্টকর আমরা সকলে মিলে কাজ করলে আবারো নৌকা প্রতীককে বিজয় আনা সম্ভব। যেই প্রার্থী হোক না কেন পৌর সভা নির্বাচনে আমাদের সকলের নৌকার পক্ষে কাজ করা উচিত।
উল্লেখ্য, আওয়ামী লীগের দলীয় প্রতিক চাওয়া পাঁচ নেতা আব্দুস শুকুর, আব্দুল হাসিব মনিয়া, ফারুকুল হক, আব্দুল কুদ্দুস টিটু, পাভেল মাহমুদকে একক প্রার্থী নির্বাচনের জন্য আলোচনা করতে দেয়া হলে তা ফলপ্রসূ হয়নি। ফলে কে হচ্ছে নৌকার প্রার্থী জানতে হলে অপেক্ষা করতে হবে শেষ সময় পর্যন্ত।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————