ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মে ১০, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের খাদিমপাড়ায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
নিহত লাইনম্যানের নাম সুজন আহমদ (৪০)। তিনি বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল এর হয়ে কাজ করেছিলেন।
মঙ্গলবার (১০ মে) সকাল ১০টায় খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে ওই লাইন সংস্কারের কাজ শুরু করেন ওই লাইনম্যান। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মেসার্স আবুল কালাম মন্ডলের কাজের তদারকি করছেন ঠিকাদার আব্দুস সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম