ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২২
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটে গত সোমবার রাত থেকে বৃষ্টি হচ্ছে। কয়েক দিনের তাপপ্রবাহের পর বৃষ্টিতে অস্বস্তি কমেছে। তবে মঙ্গলবার ও বুধবার দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।
সকাল থেকেই দিনভর নগরীতে কখনো ঝিরিঝিরি, কখনো অবিরাম বৃষ্টি হয়েছে। যা এখনো চলমান আছে। এতে ভোগান্তিতে ফেলে নগরবাসীকে। বৃষ্টির কারণে শিক্ষার্থী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও অফিসগামীদের পড়তে হয় বেশি দুর্ভোগে।
অফিসে যাওয়ার জন্য বৃষ্টিস্নাত সকালে ছাতা হাতে বের হয়ে যানবাহন বিড়ম্বনায় পড়েন সুহেল আহমেদ। তিনি বলেন, ‘সকাল নয়টায় বাসা থেকে বের হয়ে কোনো রিকশা পাচ্ছি না। লাইনের সিএনজি অটোরিকশাও খালি নেই। অফিসে যেন দেরি না হয় তাই রিজার্ভ সিএনজি অটোরিকশা নিয়ে গন্তব্যে গিয়েছি।’
ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা মোহন মিয়া বলেন, ‘সারা দিন বৃষ্টি হলেও আমাদের বসে থাকার সুযোগ নেই। সবজি বিক্রি না করলে পেট চলবে না। তাই এই বৃষ্টির মধ্যেই সকাল থেকে পলিথিন মাথায় দিয়ে সবজি বিক্রি করছি।’
নগরীর বন্দরবাজার এলাকার রিকশাচালক রিপন মিয়া বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। আমাদের কোনো রোদ-বৃষ্টি নাই। ঠাডা রোদে যেমন রিকশা চালাই, ঝুম বৃষ্টিতেও তেমন করে রিকশা চালাই। রিকশার চাকা না ঘুরলে চুলায় আগুন জ্বলবে না।’
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় অশনি। বাংলাদেশের উপকূলে এ ঝড়ের আঘাত হানার আভাস নেই। এদিকে অশনি শেষ পর্যন্ত হয় সাধারণ ঘূর্ণিঝড় হবে বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। এ ছাড়া প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার সকাল ৬টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৬৯.৪ মিলিমিটার। গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১০.৫ মিলিমিটার।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম