ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, মে ১২, ২০২২
নিউজ ডেস্ক: তেল, পেঁয়াজ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আগামী শনিবার (১৪ মে) ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।
দুপুর ২টার দিকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন।
বিক্ষোভ সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে মিছিল সহকারে এসে সফল করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এমএনআই
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম