ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
এম বাংলা ডেস্কঃঅস্ট্রেলিয়ার হয়ে দুটি বিশ্বকাপ জেতা ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস আর নেই। শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন তিনি। কয়েক দিন আগেই না-ফেরার দেশে চলে গেছেন শেন ওয়ার্ন। আর এবার মাত্র ৪৬ বছর বয়সেই প্রাণ হারালেন অ্যান্ড্রু সাইমন্ডসসাইমন্ডস কুইন্সল্যান্ডে নিজ গাড়ি চালাচ্ছিলেন। হারভি রেঞ্জ রোডের কাছে অ্যালিস রিভার ব্রিজ থেকে বামে বাঁক নেওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি উল্টে যায়। এ সময় গাড়িতে একা ছিলেন সাইমন্ডস। রাত ১১টায় এই দুর্ঘটনা ঘটে।সাইমন্ডসকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কুইন্সল্যান্ড পুলিশ এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।১৯৯৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাইমন্ডসের। ১৯৮ ওয়ানডেতে তার রান ৫০৮৮, উইকেট ১৩৩টি। ২৬ টেস্টে সাইমন্ডস করেছেন ১৪৬২ রান, শিকার করেছেন ২৪টি উইকেট। ২০০৩ এবং ২০০৭ সালে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি। ২০০৯ সালে ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম