ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে বাঁচাতইল হাওরের পানিতে প্লাস্টিকের ব্যাগে ভেসে আসা অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
রোববার (১৫ মে) সকাল ১০টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনা গ্রামের সাবেক মেম্বার মহরম আলীর দোকানের পিছন থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাঘা ইউনিয়নের কালাকোনো বাঁচাতইল হাওরের পানিতে ভেসে আসে একটি অজ্ঞাত নবজাতক মেয়ে শিশুর মরদেহ। স্থানীয়রা সকাল ১০ টার দিকে পানিতে একটি প্লাস্টিকের ব্যাগ ভেসে আসতে দেখেন। এসময় তারা ব্যাগটি ডাঙ্গায় তুলে খুলে দেখেন অজ্ঞাত মেয়ে শিশুর মরদেহ। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া শিশুটির মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই ফয়জুল করিম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএনআই

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম