ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, মে ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: ঢাকাগামী মিতালি পরিবহনের বাসের ধাক্কায় ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার রুকনপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে মহাসড়কের রুকনপুর প্রাণ আর এফ এল কোম্পানির ডিপোর সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি এমবাংলা নিউজকে নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ।
তিনি জানান, একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই গ্রামের সিএনজি চালক আরশ মিয়া(২৪) নিহত হন। এছাড়া গুরুতর আহত অবস্থায় একই গ্রামের নূরিয়া বেগম (৩৪) বাহুবল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নারীর মৃত্যু হয়।
ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এরপরই বিস্তারিত বলা যাবে।’
এছাড়া শেরপুর হাইওয়ে পুলিশও সত্যতা নিশ্চিত করেছে।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————