সুনামগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ১৭, ২০২২

সুনামগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে টানা ৯দিন ধরে বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ সকল শাখা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে পুরো জেলা।
সুনামগঞ্জ শহরের নবীনগর, উকিলপাড়া, তেঘরিয়াসহ বিভিন্ন আবাসিক এলাকায় সুরমা নদীর পানি ঢুকে পড়েছে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানিয়েছে, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকায় সুনামগঞ্জের সুরমাসহ সব কটি শাখা নদী ও হাওরের পানি আরো বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির চরম অবনতির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সুনামগঞ্জ সুরমা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের।
জেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা, দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলাসহ সকল উপজেলার প্রায় সবকটি এলাকা প্লাবিত হয়েছে। একইভাবে প্লাবিত হয়ে পড়েছে ছাতক উপজেলার বিস্তীর্ণ এলাকা। পাহাড়ি ঢলের কারণে জেলার তাহিরপুর বিশ্বম্ভরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সম্প্রতি জেলায় ১৫টিরও বেশি হাওরের ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢোকায় তড়িঘড়ি করে ধান কেটে নিয়েছিলেন যেসব কৃষক, তারাও নতুন বিপদের সম্মুখীন। এছাড়া ভারতের আসামে বন্যা পরিস্থিতি এবং মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের কারণে ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ( এলজিইডি) সুনামগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো.মাহবুব আলম জানিয়েছেন, গত ২ দিনে নদ নদীগুলোতে পানির চাপ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের গজারিয়া নদীর রাবার ড্যামের পাম্প হাউজ নদীতে বিলিন হয়ে গেছে। এখন পর্যন্ত সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তিনি।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ভারতের মেঘালয়ে কয়েক দিন ধরে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জের নদ-নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে।ইতোমধ্যেই সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।আজ নদ-নদীর পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ ও ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

এমএনআই

এ সংক্রান্ত আরও সংবাদ