ঢাকা ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ১৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকা থেকে মধ্য বয়সী এক মহিলা নিখোঁজ হয়েছেন। গত ১৩ মে বৃহস্পতিবার তিনি নিখোঁজ হন। মােছাঃ মুক্তা শরিফ (৪০) নামের ওই মহিলা ঢাকার গুলশান থানার দুমনি এলাকার মােঃ হানিফ শরিফের স্ত্রী। তিনি স্বামীকে নিয়ে নগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া এলাকার বসবাস করে আসছিলেন।
নিখোঁজের বিষয়টি উল্লেখ করে তার স্বামী মােঃ হানিফ শরিফ রোববার (১৫ মে) জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেন, তার স্ত্রী মােছাঃ মুক্তা শরিফ গত ১৩ মে বৃহস্পতিবার সকাল দশটার দিকে তার স্ত্রী তার সাতে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। পরে আত্মীয় স্বজনদের বাড়ী সহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখোজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তিনি তার স্ত্রী মােছাঃ মুক্তা শরিফের সন্ধান পেলে ০১৭১২৭৯৫৭৯৯ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম