ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১৯, ২০২২
ছাতক প্রতিনিধি: ছাতকে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সার্বিক ভাবে অর্ধফুট পানি কমেছে এখানে। সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন। উপজেলায় পানিবন্দি লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
শহরে কয়েকটি বন্যা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে সংসদ সদস্য, পৌরসভা, ইউএনও সহ বিভিন্ন সংস্থা খাবার বিতরণ করে যাচ্ছে। কিন্তু গ্রামের মানুষ অনেকটাই আশ্রয়হীন ও অনাহারে দিন কাটাচ্ছেন। উপজেলার নোয়ারাই, ইসলামপুর, চরমহল্লা, উত্তর খুরমা, ভাতগাও ইউনিয়নের গ্রামাঞ্চলে পানিবন্দি কর্মহীন অবস্থায় চরম কষ্টে বসবাস করছে শ- শ পরিবার। অনেকের ঘর বাড়ি স্রোতের টানে ভেসে গেছে। এসব পানিবন্দি অসহায় মানুষ ত্রাণ সহায়তা থেকেও বঞ্চিত রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে ছাতকে সুরমা নদীর পানি এখনো বিপদসীমার ১.৫১ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা কমতে শুরু হয়েছে। তবে ধীর গতিতে পানি কমছে। উপজেলার বিভিন্ন এলাকায় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছে।
বৃহস্পতিবার দিনভর সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, বন্যা পরিস্থিতি সার্বিকভাবে মনিটরিং করা হচ্ছে। এজন্য একটি টিমও গঠন করা হয়েছে। বানভাসি মানুষের সহায়তায় জন্য প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন। ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বেশি দুর্গত ২ ইউনিয়নে ৫ মে. টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
এমএনআই
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————