ঢাকা ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৭ পূর্বাহ্ণ, জুন ১৫, ২০২২
এম বাংলা নিউজঃকুমিল্লা নগরী থেকে দুই শ ব্যক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন কুমিল্লা সদরের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকা বাসিন্দা।মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।তিনি বলেন, ২০০ মানুষের জাতীয়পরিচয় পত্রের ফটোকপি ও ৫৮ হাজার টাকা নিয়ে ফারুক কোথাও যাচ্ছিলেন। গোপন তথ্যে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে পাওয়া আইডি কার্ডের ফটোকপি ও টাকা জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি কোনো প্রার্থীর লোক কি-না, সেটা জানার চেষ্টা চলছে।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————