ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২২
এম বাংলাঃগত ১০ জিলহজ মাকে হারান মসজিদে নববীর প্রবীণ ইমাম শায়খ ড. আলী আল হুজাইফি। মায়ের মৃত্যুর দিন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ান শায়খ হুজাইফি। এ সময়ই তিনি কান্নায় ভেড়ে পড়েন।আল আরাবিয়া জানায়, কান্নাভরা কণ্ঠে তার কুরআন তেলাওয়াত নাড়া দেয় সবাইকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ তেলাওয়াতের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ভাইরাল হয় তার কান্নাভরা তেলাওয়াতের ভিডিও। এমনকি অনেকে হ্যাশট্যাগ আলী আল হুজাইফি লিখে তার মায়ের জন্য দোয়া করেন।টুইটারে একজন লেখেন,‘শায়খ আল হুজাইফির মা মারা গেছেন। ফজরের পর তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। শায়খ আল হুজাইফি সেদিনও ফজরের নামাজে স্থিরভাবে ইমামতি করেন। কিন্তু নামাজের কিরাতে যখন তিনি পড়লেন- ‘হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো।’ (সূরা : আল ফাজর, আয়াত : ২৭-৩০)আরেকজন টুইটারে লিখেন, ‘আমি এই নামাজে উপস্থিত ছিলাম। শুরুতে আমি কিছুই বুঝতে পারিনি। তিনি সূরা ফাজরের শেষ আয়াতগুলো পড়তে গিয়ে কান্না করলেন। আমরা ভাবলাম হয়তো তিনি নামাজে অধিক মনোযোগের কারণে এমন হয়েছে। এরপর জানাজার নামাজেও তিনি খুবই কান্না করেন। অবশেষে আমরা নামাজের পর টুইটারে তার মায়ের মৃত্যুর খবর পাই।’গত শনিবার শায়খ আলী আল হুজাইফির মা মারা যান। মসজিদে নববীতে তিনি নিজে মায়ের জানাজা নামাজ পড়ান। এরপর জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। এমন সৌভাগ্যবান নারীর জন্য সবাই দোয়া করেন। কারণ তার ছেলে শায়খ আলী আল হুজাইফি ও নাতি শায়খ আহমদ বিন আলী আল হুজাইফি মসজিদে নববীর ইমাম। সূত্র : আল আরাবিয়া
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————