ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ পূর্বাহ্ণ, আগস্ট ২০, ২০২২
এম বাংলা নিউজঃসিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাদাম বাগিছা এলাকায় এক ব্যক্তি স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাদামবাগিচার ২নং রোডের ২৩ নং বাসায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, নগরীর এয়ারপোর্ট থানাধীন বাদাম বাগিছা এলাকার ২নং রোডের ২৩ নং বাসার ভাড়াটিয়া শাহজাহান আহমদ(৩৫) স্ত্রী সন্তান ও শাশুড়িকে নিয়ে এখানে থাকেন। তাদের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়। বেশ কয়েকদিন থেকে তাদের পরিবারে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। শুক্রবার সন্ধ্যে সাতটার দিকে শাহজাহান আহমদ তার স্ত্রী সুলতানা বেগম ফারজানার (৩০) মধ্যে ঝগড়া শুরু হলে এক পর্যায়ে তিনি তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করলে তার শাশুড়ি রোকসানা বেগম (৫১) তাকে ধরতে আসেন। এসময় তিনি শাশুড়ি রোকসানা বেগমকেও আঘাত করেন। পরে তিনি তার নিজের গলায়ও ছুরি চালান। ঘটনার পর স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট মেট্টোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি সম্পর্কে আমরা অনুসন্ধান করছি।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————