ঢাকা ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। তিনি তাঁর জগ প্রতিকে ৮৪৭৪ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ নৌকা প্রতিকে পেয়েছেন ৩২৬৩ ভোট।
এছাড়া, স্বতন্ত্র মেয়র প্রার্থী যুক্তরাজ্য বিএনপি নেতা (বহিস্কৃত) মুমিন খান মুন্না তার মোবাইল ফোন প্রতিকে পেয়েছেন ৩০৭০ ভোট এবং অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী উপজেলা বিএনপি নেতা (বহিস্কৃত) জালাল উদ্দিন পেয়েছেন ৩০১৭ ভোট।
বুধবার (২ নভেম্বর) নির্বাচনে এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্য থেকে এ খবর জানা গেছে।
প্রবাসী অধ্যুষিত এই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বী ছাড়াও মহিলা কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঠিকানাঃ মিরপুর ১
মোবাইল: 01795396925
ইমেইল: dhakahunt6@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ মোর্শেদ মাহবুব
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————