ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজারের কমলগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে পুতুল সিংহ (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, পুতুল সিংহের সঙ্গে তার ছোট ভাই বিপিন সিংহের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার বিকালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে বিপিন ও তার ছেলে নিশি সিংহ বড় ভাই পুতুল সিংহের বাড়িতে গিয়ে হামলা চালায়।
হামলায় ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ সময় পুতুলের স্ত্রী লক্ষ্মী রানী সিনহা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও দা দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে বাপ-ছেলে পালিয়ে যায়।
মুমূর্ষু অবস্থায় লোকজন তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে বুধবার রাত ১টায় চিকিৎসক পুতুল সিংহকে মৃত ঘোষণা করেন।
এদিকে স্ত্রী লক্ষ্মী রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————