ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২২
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর অনুষ্ঠিত হবে ২০২৪ সালে। এবার ১৬ দল খেললেও আগামী আসর মাঠে গড়াবে ২০ দল নিয়ে। আয়োজক হওয়ায় বাছাইপর্বে খেলতে হবে না ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের। আসন্ন বিশ্বকাপে র্যাংকিংয়ের সেরা দশে থাকায় সরাসরি মূলপর্বে খেলতে পারবে বাংলাদেশ। শুধু তাই নয় বাংলাদেশের সঙ্গে আফগানিস্তানও সরাসরি অংশ নেবে।
বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
নিয়মানুযায়ী চলতি বিশ্বকাপের শীর্ষ আট দলের সাথে দুই আয়োজক খেলবে মূলপর্বে। বাকি দুই দল বাংলাদেশ ও আফগানিস্তান সুযোগ পাচ্ছে ১৪ নভেম্বর পর্যন্ত র্যাংকিংয়ের সেরা দশে থাকায়। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নবম। আর আফগানিস্তানের দশম স্থান।
বাকি ৮ দল নির্ধারিত হবে মহাদেশীয় বাছাইপর্বের মাধ্যমে। বাছাইপর্ব পেরিয়ে এসে দুইটি করে দল সুযোগ পাবে আফ্রিকা, এশিয়া ও ইউরোপ মহাদেশ থেকে। আমেরিকা ও ইস্ট প্যাসিফিক অঞ্চল থেকে সুযোগ পাবে একটি করে দল। ২০টি দল ভাগ হবে ৪ গ্রুপে। প্রতি গ্রুপে থাকছে ৫টি করে দল। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উত্তীর্ন হবে সুপার-এইটে।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————