ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটে বিএনপির গণসমাবেশে ব্যাপক লোকসমাগম হয়েছে। হাজার হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে চলছে সমাবেশ। জনস্রোত মাঠ ভরে আশপাশের সড়কে গিয়ে ঠেকেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর চৌহাট্টাস্থ আলিয়া মাদরাসা মাঠ কানায় কানায় পূর্ণ। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছে হাজারো বিএনপি নেতা-কর্মী।
সমাবেশস্থলের পূর্বদিকে চৌহাট্টা ছাড়িয়ে গেছে জনস্রোত। দক্ষিণ দিকে শহিদ মিনার পেরিয়ে গেছে মানুষের উপস্থিতি। উত্তর দিকে সিভিল সার্জন অফিস ছাড়িয়ে দরগাহ গেইট অবধি সড়ক বিএনপি নেতা-কর্মীদের দখলে। পশ্চিম দিকে প্রায় রিকাবীবাজার পয়েন্ট পর্যন্ত রয়েছে লোকসমাগম।
এর আগে শনিবার সকাল থেকে একের পর এক মিছিল আসতে থাকে সমাবেশস্থলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। ক্রমেই পূর্ণ হয়ে ওঠে মূল মাঠ। এরপর ধীরে ধীরে জনস্রোত গিয়ে সড়কে ঠেকে।
বিএনপি নেতারা জানিয়েছেন, তারা এই সমাবেশে চার লাখ মানুষের উপস্থিতি নিশ্চিতে কাজ করেছেন।
এদিকে, বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশ শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে এখন বিএনপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————