ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২
নিজস্ব প্রতিবেদক: গত জাতীয় নির্বাচনের সময়ে দায়েরকৃত একটি নাশকতা মামলায় জামিন নিতে গিয়ে জেল হাজতে গেলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
রোববার (২৭ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে বদরুজ্জামান সেলিমের আইনজীবি আল আসলাম মুমিন গণমাধ্যমকে জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি নাশকতা মামলায় রোববার বদরুজ্জামান সেলিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম