ঢাকা ২৪শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২
এমবাংলা নিউজ ডেস্ক: আগামী ১১ ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে ১২ উপজেলা থেকে আসা নেতাকর্মীকে নিয়ে বড় জমায়েত হতে যাচ্ছে সুনামগঞ্জ শহরে।
শনিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অতিথি থাকবেন সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সহদপ্তর সম্পাদক সায়েম খান, সদস্য মুশফিক হোসেন ও আজিজুস সামাদ ডন।
২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছিলেন এম এনামুল কবির ইমন। পরে ২০১৭ সালের ২২ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। চার বছর পর আবার সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আহমেদ হোসেন বলেন, ঢাকায় ১০ ডিসেম্বরের পাল্টা শোডাউনের চিন্তা করে সুনামগঞ্জে সম্মেলনের তারিখ দেওয়া হয়নি।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————