ঢাকা ৯ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২
নিজস্ব প্রতিবেদক: সিলেটের দুইজন সহ সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ২৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ না করলে ৮ ডিসেম্বর থেকে অনাকাঙ্ক্ষিত অবমুক্ত হিসেবে গণ্য করা হবে৷
বদলিকৃত সিলেটের দুই কর্মকর্তা হলেন- সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও আব্দুর নুর।
তাদের মধ্যে তানজিল আহমেদকে সহকারী পুলিশ সুপার পদে র্যাবে ও আব্দুর নুরকে সহকারী কমিশনার পদে চট্টগ্রাম মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম