ঢাকা ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
দক্ষিণ সুরমা সংবাদদাতা: সিলেটের দক্ষিণ সুরমা থানার মাত্র ৫০০ মিটারের ভেতর ঢাকা-সিলেট মহাসড়কের পাশের গ্যারেজ থেকে একটি প্রাইভেট কার চুরির ঘটনা ঘটেছে। গাড়িটি চুরি হওয়া ও থানায় সাধারণ ডায়েরী করার ১৬ দিন অতিবাহিত হলেও কোন হদিস বের করতে পারেনি পুলিশ।
থানায় সাধারণ ডায়েরী করেও পুলিশের কাছ থেকে সন্তোষজন কোন ফলাফল পাচ্ছেন না গাড়ির মালিক। পুলিশের এমন দায়সারা খুঁজাখুঁজিতে চুরি হওয়া গাড়ির মালিকের দিন কাটছে চরম হতাশায়। এনিয়ে জনমনেও নানা প্রশ্ন উঠছে।
জানা যায়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে দক্ষিণ সুরমা উপজেলার বদিকোনা গ্রামের মৃত ধনাই মিয়ার ছেলে জালাল আহমদ (৩৬) তার কার গাড়িটি ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাড়ির সামনের গ্যারেজে রাখেন। গাড়ির নং- ঢাকা মেট্রো-গ-১২-৪৭৫৮। কিন্তু পরদিন ১৭ নভেম্বর সকালে গ্যারেজে গিয়ে দেখতে পান তার গাড়িটি চুরি হয়ে গেছে। এসময় একটি সিসি ক্যামেরার ফোটেজে দেখা যায় রাত ৩টা ৮মিনিটের সময় কার গাড়িটি নিয়ে যাচ্ছে চোরেরা।
এঘটনায় তিনি ওইদিন বিকেলে দক্ষিণ সুমরা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ( নং-৯০৮)।
জানতে চাইলে থানার ওসি কামরুল হাসান তালুকদার বলেন, বিষয়টি তিনি তদন্তকারি কর্মকর্তার সাথে আলাপ করে জানাবেন।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম