ঢাকা ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২
এমবাংলা নিউজ ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না। এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ বিজিবির ২৮ ব্যাটালিয়ন জব্দ বিভিন্ন ধরনের ১২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। আমাদের মূলকথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।
এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম