গোলাপগঞ্জের নবগঠিত ৩ ইউনিট ছাত্রলীগকে এমপি নাহিদের অভিনন্দন

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২২

গোলাপগঞ্জের নবগঠিত ৩ ইউনিট ছাত্রলীগকে এমপি নাহিদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বার ও সিলেট ৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
তিনি মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠন ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের বহু আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি বিশ্বাস করি গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নেতৃবৃন্দ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য ধরে রেখে দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।