ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩
ডেস্ক নিউজঃরাজশাহীর মাদ্রাসা ময়দানে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার বিকেল সোয়া ৩টার দিকে সমাবেশস্থলে পৌঁছেন তিনি।এর আগে দুপুর ১টার দিকে সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পর স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দেন। এদিন সকাল ১১টার মধ্যেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।জনসভা মাঠে এসেই প্রধানমন্ত্রী প্রায় এক হাজার ৩১৬ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২৫টি প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ৩৭৬ কোটি ২৮ হাজার টাকা ব্যয়ে আরো ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।মাদরাসা ময়দানে আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক নৌকার আদলে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। বিশাল মঞ্চের পাশাপাশি বিভিন্ন পোস্টার-প্ল্যাকার্ডে সাজানো হয়েছে এই ময়দান।মঞ্চে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাড়াও দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত রয়েছেন। মাদরাসা ময়দানে উপস্থিত বিপুলসংখ্যক নেতা-কর্মী করতালি ও স্লোগান দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানান।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————