ঢাকা ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩
![]()
ক্বিনব্রিজের নিচ থেকে ৮ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।শুক্রবার বিকেল ( সাড়ে ৪টায় ) সিলেট নগরীর দক্ষিণ সুরমায় ক্বিনব্রিজের নিচে হাফিজুল মিয়ার পানের দোকানের পিছনে ফাঁকা জায়গা থেকে তাদের জুয়া খেলারত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। অভিযুক্তরা হচ্ছেন মো. শামীম আহমদ (৪০), মো. এনাম উদ্দিন (৩৩), মো. শফিকুর রহমান (২০), মাহবুব আলম পাপন (৩২), রুবেল আহমদ (২৫), পান্না আহমদ (২৬), মো. রিপন (৩০), ও শফিকুল ইসলাম শামীম (২৭)।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) শাহরিয়ার আল মামুন, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) তপন সরকার অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ সংবাদমাধ্যম