ঢাকা ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩
সিলেট স্টারঃ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, এই সরকারের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। দেশের গণতন্ত্রকে হত্যা করে এখন নির্বাচনের নামে সার্কাস চলছে। শেখ হাসিনা ও এই নির্বাচন কমিশনের অধিনে দেশে কোন সুষ্ট নির্বাচন হতে পারে না এটি এখন সর্বজন স্বীকৃত।
ডামী এই প্রহসনের নির্বাচন দিয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হচ্ছে, সকল গণতান্ত্রির রাষ্ট্রের কাছে বাংলাদেশ আজ প্রশ্নবৃদ্ধ হচ্ছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়া হয়েছে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করা হচ্ছে। দেশর মানুষ এই নির্বাচনে অংশ নেব না। এমন পরিস্থিতিতে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না।
এজন্য দেশকে বাঁচাতে হলে ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য চলমান অসহযোগ আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ ভাবে সামিল হতে হবে।
মঙ্গলবার সকালে অসহযোগ আন্দোলনে জনমত সৃষ্টির লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীর সুরমা মার্কেট এলাকা থেকে আদালতপাড়া পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে আদালত চ্বত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী, জেল বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট আসিক উদ্দিন আসুক, সহ সভাপতি মামুনুর রশীদ মামুন ও সামিয়া চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটুয়ারী রিপন ও আনোয়ার হোসেন মানিক, দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, ময়নুল হক ময়নুল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মসিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন, জেলা বিএনপির উপদেষ্টা আম্বিয়া চৌধুরী, আইন সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী,গোলাপগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, জেলা বিএনপির নেতা আজিজুল হোসেন আজিজ, মৎস সম্পাদক জালাল খান, সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম, সহ স্বাস্থ্য সম্পাদক ডাক্তার নাজিম উদ্দীন, সহ তথ্য ও গবেষণা সম্পাদক আকবর হোসেন, এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট মহসিন চৌধুরী, এডভোকেট এজাজা উদ্দিন, এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট বদরুল আলম শিপন, এডভোকেট রাজ্জাক খান রাজ, এডভোকেট জাবেদ আহমদ, রাসেল আহমদ, আব্দুল করিম, সফি খান, শেখ আজিজ সুজা, মজিবুল হক রাহাত প্রমূখ।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————