ঢাকা ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩
সিলেট স্টারঃ নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিককে জাতীয় পার্টির সকল পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) পার্টির চেয়ারম্যান স্বাক্ষরিত এক পত্রে ওই অব্যাহতির কথা জানানো হয়। তিনি (সিদ্দিক) ছিলেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি।
এদিকে দলীয় সূত্র জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে জাপা দলীয় প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য আহসান আদেলুর রহমান ।
একই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাঁচি মার্কা নিয়ে নির্বাচনের মাঠে রয়েছেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি সিদ্দিকুল আলম।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত পত্রে বলা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার সহসভাপতি সিদ্দিকুল আলম সিদ্দিককে পার্টির সকল পদ পদবি থেকে অব্যাহতি দেওয়া হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সিদ্দিকুল আলম সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হননি।’জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ বলেন, এমন চিঠির কথা আমি শুনেছি। তবে এখনো দেখিনি।
ঠিকানাঃ
মোবাইল: 01795396925
ইমেইল:
সম্পাদক ও প্রকাশকঃ রুহিন আহমদ
———————————————————-
সত্যের পথে আপোষহীন ও নিরপেক্ষ অনলাইন নিউজ পোর্টাল
——————————————————–
উপদেষ্টা মন্ডলী সভাপতি
……………………………
——————————————————